সিলেটে বন্যাকবলিত পরিবারের মাঝে মাংস বিতরণ

| মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

আন্‌জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় গত ১৬ জুলাই সিলেট হবিগঞ্জে বন্যাকবলিত ছয়শ’র অধিক পরিবারের মাঝে ২য় দফায় পবিত্র কুরবানির মাংস বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, শাহ্‌ আমিনিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, হাজী মুহাম্মদ কামরুজ্জামান, আমজাদ হোসেন শাহেদ, মুহাম্মদ জাহেদ সুলতান, মাওলানা আব্দুল্লাহ আল নিশান, হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম, সালাউদ্দিন আহমেদ, কাউছার সনি। উল্লেখ্য, গত ৫ জুলাই ১ম দফায় ভালোবাসার উপহার হিসেবে এক মাসের শুকনো খাবার, এক বেলার তৈরিকৃত খাবার, কাপড় এবং নগদ অর্থ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান গহিরা বঙ্গবন্ধু প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে সনদ বিতরণ
পরবর্তী নিবন্ধআত্মসমর্পণের পর জামিন পেলেন চাম্বলের মুজিবুল