সামাজিক দায়বদ্ধতায় উত্তরা মোটর্স সবসময় মানুষের পাশে আছে। সম্প্রতি সিলেটের বন্যা কবলিত বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে উত্তরা মোটর্স।
উত্তরা মোটর্স সিলেট শাখার উদ্যোগে সিলেটের গোয়াইনঘাট ও সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক দুস্থদের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, তেল, আলু, পেঁয়াজ, মসলা, খেজুর, খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ এবং উত্তরা মোটর্সের স্থানীয় ডিলারগণ ও শাখা ইনচার্জ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।