চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষে টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের সাকিব আল হাসান ও আফগানিস্তানের রশিদরা এখন সিলেটে পৌঁছেছেন। বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল বুধবার দুপুরের দিকে সিলেটে পা রাখেন। সিলেটে অবতরণ করার খানিকটা আগেই আসা বৃষ্টি মাথায় নিয়েই এয়ারপোর্টের অদূরে বড়শালা এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সিলেটে ওঠে দুই দল। আজ বৃহস্পতিবার অনুশীলনে করবে দুই দলই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে কাল ১৪ জুলাই শুক্রবার। সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর একই মাঠে আগামী ১৬ জুলাই শনিবার দ্বিতীয় ও শেষ টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।