সিলেটে চন্দরপলের ছেলের ব্যাটিং ঝলক

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপলকে নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। গতকাল মঙ্গলবার প্রথম ৪ দিনের ম্যাচে আলো ছড়িয়েছেন ত্যাগনারায়ণ। তার অপরাজিত ৭০ রানের পাশাপাশি কার্ক ম্যাকেঞ্জির ৮৬ রানে প্রথম দিন শেষে ২ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজের দলটি। সিলেট স্টেডিয়ামে টস জিতে আফিফ হোসেনের দলের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। দুই ওপেনার ত্যাগনারায়ণ ও কার্কের ১৩০ রানের জুটিতে দিন শেষে শক্ত অবস্থানে পৌঁছাতে পারে তারা। সাইফ হাসানের বলে নাঈম হাসানকে ক্যাচ দিয়ে কার্ক সেঞ্চুরি বঞ্চিত হন ১৪ রানের জন্য। স্কোরবোর্ডে আরও ৩০ রান যোগ হওয়ার পর রেমন অ্যান্টন রেইফার ২৬ রানে মুশফিক হাসানের শিকার হন। তৃতীয় উইকেটে ত্যাগনারায়ণ ও অ্যালিক স্টিভেন অ্যাথানেজ ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ত্যাগনারায়ণ ১৯০ বলে ৫ চারে অপরাজিত আছেন। অ্যালিক স্টিভেন ৩৫ রানে খেলছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে মুশফিক ও সাইফ একটি করে উইকেট নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘মিয়া ভাই’ ফারুককে অশ্রুজলে বিদায়
পরবর্তী নিবন্ধবোলিং নয়, ব্যাটিংটাই আমার কাজ : শান্ত