সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু : কাদের

ইইউকে খোঁজখবর নিয়ে বিবৃতি দিতে হবে

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সিলেট থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারে নামবে আওয়ামী লীগ। দলীয় প্রধান শেখ হাসিনার জনসভার মধ্য দিয়ে যা শুরু হবে। গতকাল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রচার শুরুর এ তথ্য জানান।

ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমাদের নেত্রী তার প্রথম নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করবেন এবং সে সভায় আপনারা সবাই দলে দলে যোগ দেবেন। সিলেটের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আমাদের নেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। আগের জনসভায় আমরা কয়েক লাখ লোকের সমাবেশ দেখে এসেছি।

এ সময় মন্ত্রী ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড় ভাঙা সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন। এদিকে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে যে বক্তব্য এসেছে, সেটি সংশোধনের অনুরোধ করেছেন ওবায়দুল কাদের। বিবৃতি দেওয়ার আগে এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

আসলে ফাইনাল খেলা কার সঙ্গে হবে’ এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, যারা থাকবে, যারা নির্বাচন করবে তাদের সঙ্গে হবে। আমরা কাউকে ছোট ভাবি না। নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ ভোট দেবে, সব ভোট আওয়ামী লীগকে দেবে এটা আমরা বলিনি। জনগণের ভোট যারা পাবে, যেখানে যার সাথে হয় তার সাথে খেলা হবে। যে বেশি ভোট পাবে জয়ী হবে, যে কম ভোট পায় সে পরাজিত হবে। এটাই খেলার বৈশিষ্ট্য।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সেতু নির্মাণে বিশ্ব রেকর্ড করেছে। একদিনে ১০০টি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন আমাদের নেত্রী। কয়েকদিন আগে একদিনে ১৫০টি সেতুর উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের উন্নয়ন প্রকল্পের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমরা সেতু করলাম। আরেকটা মেয়াদে আসলে কী করব? কাজ থাকতে হবে তো এ রকম কিছু কাজ তো বাকি আছে। উন্নয়নের ধারা জনগণকে নিয়ে অব্যাহত রাখতে চায়।

ইইউকে খোঁজখবর নিয়ে বিবৃতি দিতে হবে : ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আজকে ইইউ থেকে বলা হচ্ছে জেলে থাকা ৮ হাজার নেতাকর্মীদের (বিএনপি) মুক্তি দেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না। তবে তাদের তথ্যে ঘাটতি আছে।

ইইউয়ের সঙ্গে বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে খোঁজখবর নিয়ে তারপর বিবৃতি দিতে হবে এবং সেই সঙ্গে পুরনো বক্তব্য সংশোধন করে দিতে হবে।

বিএনপির আন্দোলন করে কিছুই করতে পারবে না বলেও মনে কাদের। বলেন, জনগণের শক্তির কাছে পারমাণবিক শক্তিও টিকে থাকে না। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, বিএনপি বলেছিল আওয়ামী লীগ পালাবার পথ খুঁজে পাবে না। কিন্তু এখন বিএনপিই পালাবার অলিগলি খুঁজে পাচ্ছে না। ২৮ তারিখে আমরা দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা অলিগলি দিয়ে পালিয়ে গেল। তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকব। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত না, আমরা ভয় পাই না। বিএনপিজামায়াত অবরোধের নামে ‘আগুন সন্ত্রাস করছে’ মন্তব্য করে তিনি বলেন, এ দেশে কালো মেঘ আসে, আবার চলে যায়। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপশক্তি প্রতিহত করব আমরা। উদ্বেগ থাকবে, তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিএনপির কার্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা পরিচয়ে সংবাদ সম্মেলন করানোর কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি উল্লাপাড়ার এক পাগলকে ধরে এনে জো বাইডেনের বন্ধু বানিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আন্দোলনের নামে প্রতারণার নাটক যারা করে তাদের হাতে দেশ কখনো নিরাপদ নয়। নাশকতা ঠেকাতে দায়িত্ব পালনের সময়ে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি মাথায় রাখতেও অনুরোধ রাখেন আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, যারা প্রতিদিন আগুন সন্ত্রাস করে তাদের ছেড়ে দেওয়া হবে না। কিন্তু আগুন সন্ত্রাসীদের সঙ্গে যেন কোনো নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন থাকতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান কাদের।

পূর্ববর্তী নিবন্ধকানাডার টরেন্টোতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধ৪৫ দিনের মধ্যে ফি ছাড়া জন্মনিবন্ধন সনদ সংশোধন