সিরিয়ার দ্রুজ অধ্যুষিত সুয়েইদা প্রদেশে গত কয়েক দিনের ভয়াবহ সংঘর্ষে ৫শ’ জনের বেশি মানুষ নিহত হওয়ায় বৃহস্পতিবার সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসলামপন্থি নেতৃত্বাধীন সরকার। যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা এই তথ্য জানিয়েছে। সুয়েইদা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। খবর বাসসের।
গত রোববার থেকে সুয়েইদায় দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সুন্নি বেদুইন গোত্র এবং সেনাবাহিনী ও তাদের মিত্রদের সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এএফপি সংবাদদাতারা জানিয়েছেন, বৃহস্পতিবার সুয়েইদা শহরের পরিস্থিতি ছিল জনশূন্য। দোকানপাট লুট হয়েছে, ঘরবাড়ি পুড়ে গেছে এবং রাস্তায় পড়ে ছিল মৃতদেহ। ৩৯ বছর বয়সী চিকিৎসক হানাদি ওবেইদ এএফপি’কে বলেছেন, ‘শহরটিকে দেখে মনে হচ্ছিল যেন এটি সদ্য বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ থেকে বেরিয়ে এসেছে।’ গত মঙ্গলবার সরকারি সেনা মোতায়েন ও ইসরাইলের সামরিক হস্তক্ষেপের কারণে সামপ্রদায়িক রক্তপাত আরও বেড়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল–শারা এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘সর্বোচ্চ জাতীয় স্বার্থের’ কথা মাথায় রেখে সুয়েইদায় নিরাপত্তার দায়িত্ব আবার স্থানীয় সমপ্রদায়ের নেতাদের হাতে ফিরিয়ে দেওয়া হবে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার থেকে সুয়েইদা প্রদেশে সংঘর্ষে ৫৯৪ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, এই সহিংসতার কারণে দক্ষিণ প্রদেশের ‘প্রায় দুই হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।’