সিরিয়ার শীর্ষ কূটনীতিক এবং দীর্ঘদিন ধরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ওয়ালিদ আল মোয়ালেম মারা গেছেন। সোমবার সিরিয়ার সরকার ৭৯ বছর বয়সী মোয়ালেমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বহুদর্শী এ কূটনীতিকের মৃত্যুর কারণ জানা যায়নি, তবে কয়েক বছর ধরেই হৃদরোগজনিত নানান সমস্যায় ভুগে তার স্বাস্থ্য খারাপ হয়ে পড়েছিল।
‘তিনি তার মর্যাদাপূর্ণ দেশপ্রেমিক অবস্থানের জন্য পরিচিত ছিলেন,’ সিরিয়ার সরকারের দেওয়া বিবৃতিতে মোয়ালেম সম্পর্কে এমনটাই বলা হয়েছে। খবর বিডিনিউজের।
সোমবার স্থানীয় সময় ভোরে তার মৃত্যু হয় এবং পরে তাকে দামেস্কে সমাহিত করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। ২০০৬ সালে প্রথম পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া মোয়ালেম সিরিয়ার উপপ্রধানমন্ত্রীও ছিলেন। দীর্ঘ কূটনীতিক জীবনে তিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। গত শতকের ৯০ এর দশকে ইসরায়েলের সঙ্গে সিরিয়ার ব্যর্থ শান্তি আলোচনার সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন তিনি।