সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা ঘোষণা করেছে কানাডা। দেশটির সরকার বুধবার এ তথ্য জানিয়েছে। সরকার এই সময়টিকে একটি ‘পরিবর্তনের সময়কাল’ বলে উল্লেখ করেছে। রয়টার্স লিখেছে, বেশ কয়েকটি পশ্চিমা দেশ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার মধ্যে আছে কানাডাও। আসাদকে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম (এইচটিএস)-এর নেতৃত্বাধীন বাহিনী গত বছর ক্ষমতাচ্যুত করে। খবর বিডিনিউজের।
এক বিবৃতিতে কানাডার সরকার বলেছে, এই পদক্ষেপ (নিষেধাজ্ঞা শিথিল) সিরিয়ার জনগণের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ ভবিষ্যতের পথে অগ্রসর হওয়ার প্রতিশ্রুতিরই অংশ। কানাডা সরকার সিরিয়ায় নতুন করে মানবিক সহায়তার জন্য ৮ কোটি ৪০ লাখ কানাডীয় ডলার দেবে বলে জানিয়েছে।