আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তাতে করে স্বস্তিই প্রকাশ পাচ্ছিল পুরো দলেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেই স্বস্তির সুরই শোনান অধিনায়ক লিটন দাস। তবে সন্তুষ্টির মাঝেও জানালেন আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা। পূর্বের চ্যালেঞ্জ নেওয়ার কথা তুলে লিটন বলেন, ‘প্রথমেই বলেছিলাম আমরা চ্যালেঞ্জ নিতে চাই। প্রথম দুটো ম্যাচে আমরা ভালোই চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। কিন্তু আমরা ওভারকাম করতে পারিনি। শেষ দুটো ম্যাচ জয় নিয়ে আমরা অন্তত সিরিজ জয় করতে পেরেছি। এই ম্যাচের অনেক পজিটিভ দিক আছে। বিশেষ করে আমরা ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছি।’ বিপিএলে দলের সবার ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করে অধিনায়ক বলেন, ‘সামনেই বিপিএল, বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট। সবাই এই টুর্নামেন্টে খেলবে। যে যেখানে খেলুক, ভালো খেলুক। আমরা যখন আবার জাতীয় দলে খেলব তখন ভালো কিছু হবে।’ বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপ। এ ব্যাপারে লিটন বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়ই বড় রান করার জন্য উপযুক্ত। তাদের একটু সময় দিতে হবে। সামনেই বিপিএল। আশা করি খেলোয়াড়রা ভালো পারফর্ম করবে। আমার দরকার বিশ্বকাপে রান পাওয়া, তাতেই হবে।’ জয়ের মাঝেও বাংলাদেশ অধিনায়ক মনে করেন, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশেষ করে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের আরও ধারালো করতে চান তিনি। ব্যাটারদের ইনিংস বড় করা, পাওয়ারপ্লেতে আরও আক্রমণাত্মক হওয়া এবং ডেথ ওভারে বোলারদের নির্ভুলতা এসব বিষয়কেও গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। সিরিজ জয় দিয়ে বছর শেষ করতে পেরে খুশি বাংলাদেশ। তবে সামনে ব্যস্ত সূচি সঙ্গে বিশ্বকাপ। তাই লিটন দাস পরিষ্কার করে জানিয়ে দিলেন এ জয়ের আনন্দ থাকলেও উন্নতির লক্ষ্য কখনও থামবে না। সেটি বজায় রাখতে হবে দলের সবাইকে।












