সিরিজ জয়ের মিশন আজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজটি ছিল মূলত পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবে। আর সিরিজটি ছিল দুই ম্যাচের। কিন্তু হঠাৎ করেই লেগে যাওয়া পাকভারত যুদ্ধের কারণে বাংলাদেশ দলের পাকিস্তান সফর পিছিয়ে যায়। আর সে সুযোগে এমিরেটস ক্রিকেট বোর্ডকে একটি ম্যাচ বাড়ানোর অনুরোধ করে। আর সে অনুরোধে সাড়া দিয়ে দুই ম্যাচের সিরিজটি তিন ম্যাচের সিরিজে পরিণত করে এমিরেটস বোর্ড। আর সেই ম্যাচটি এখন পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ১৯১ রান করে বাংলাদেশ জিতলেও বাংলাদেশের সামনে বেশ ভালই প্রতিরোধ গড়ে তুলেছিল আরব আমিরাত। আর দ্বিতীয় ম্যাচেও দুইশর বেশি রান করেও হারতে হলো লিটন দাশের দলকে। ফলে আজকের ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। আর সে ম্যাচটিতে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামছে বাংলাদেশ । বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমনের রেকর্ড সেঞ্চুরিতে ২৭ রানের জয় দিয়ে স্বাগতিকদের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজ শুরু করে সফরকারী বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে আরব আমিরাতের কাছে ২ উইকেটে হেরে যায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে ২০৫ রান করেও হার মানতে হয়েছে বাংলাদেশকে। শেষ ওভারে ১২ রানের প্রয়োজন মিটিয়ে ১ বল বাকী থাকতে অবিস্মরণীয় জয় পায় আরব আমিরাত। বাংলাদেশের বিপক্ষে যেকোনো ফরম্যাটে আবর আমিরাতের প্রথম জয়ের মঞ্চ তৈরি করেন দলটির অধিনায়ক ও ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ৪২ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। টিটোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য কোন দলের বিপক্ষে সহযোগী কোন দেশের ২০৬ রান তাড়া করে ম্যাচ জয়ে এটি নয়া রেকর্ড। এর আগে ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯১ রান তাড়া করে জিতেছিল আফগানিস্তান। টিটোয়েন্টিতে এই প্রথম ২শ’র বেশি রান তাড়া করে ম্যাচ জিতল আরব আমিরাত। জয়ের জন্য আরব আমিরাত অসাধারণ দক্ষতা এবং ধৈর্য প্রদর্শন করলেও নিজেদের কিছু কিছু ভুলে হারতে হয় বাংলাদেশকে। শেষ ওভারে জয়ের জন্য যখন সংযুক্ত আরব আমিরাতের দুই বলে দুই রান প্রয়োজন ছিল, তখনই বড় ভুল করে বসেন বাংলাদেশ ফিল্ডার তাওহিদ হৃদয়। বল ছুঁড়ে মারতে দেরি করলে রান আউটের সুযোগ নষ্ট করে টাইগাররা। ফলে দুই রান নিয়ে জয় নিশ্চিত করে আবর আমিরাত। হায়দার আলীর ৬ বলে ১৫ রানের ক্যামিও ইনিংস স্বাগতিক দলের জয়ে অবদান রাখে। তবে সে ভুলকে পেছনে ফেলে আজ আরেকটি জয়ের জন্য মাঠে নামতে চায় বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরানোর ফলে এখন বাংলাদেশকে এক রকম হুমকি দিয়ে রাখল আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। জয়ের ধারা অব্যাহত রেখে ২১ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্য এখন তাদের। আরব আমিরাতের অধিনায়ক ওয়াসিম বলেন আমরা আমাদের সেরাটা উজাড় করে দিতে তৃতীয় ম্যাচে নামব। আশা করি আমরা ২১ ব্যবধানে সিরিজ জিততে পারব। আমি অত্যন্ত খুশি যে আমরা বাংলাদেশকে হারিয়েছি। দলের পারফরমেন্সেও খুশি। আমি সবাইকে এই স্কোর তাড়া করার সাহস দিচ্ছিলাম। কারণ আমরা এখানকার কন্ডিশন সম্পর্কে জানি। তাই শেষ ম্যাচটাকে আরো স্মরণীয় করে রাখতে চাই আমরা।

পূর্ববর্তী নিবন্ধশাইনিং স্পোর্টস ও ইয়থ ক্রিকেট একাডেমির শুভসূচনা
পরবর্তী নিবন্ধত্রিপোলির এক হাসপাতালে পাওয়া গেছে ৫৮ মৃতদেহ