মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল হক মিয়ার ৩০তম মৃত্যুবার্ষিকীতে গতকাল শনিবার মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন সংসদ সদস্য আলহাজ এম এ লতিফ।
জেয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,৭৫’র পরবর্তী আওয়ামী লীগের চরম দুঃসময়ে সিরাজুল হক মিয়া দলকে আগলে রেখেছেন। সিরাজুল হক মিয়ার মতো নির্লোভ সৎ সাহসী নেতা এই সময়ে দলের জন্য প্রয়োজন।সাধারণ মানুষের ভালোবাসায় তিনি আজীবন অমর হয়ে থাকবেন।
এই সময় উপস্থিত ছিলেন মরহুম সিরাজুল হক মিয়ার সন্তান মাহবুবুল হক মিয়া, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, মুজিবুল হক পিয়ারু, খলিলুর রহমান নাহিদ, মো. সুফিউর রহমান টিপু, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মেজবাহ উদ্দীন আহমদ মোর্শেদ, মুনির উদ্দীন, মুস্তাকিম আহম্মদ গুড্ডু, আবু তারেক রনি, ফয়সাল সাব্বির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।