সিরাজগঞ্জে ৩১৫ চরমপন্থির আত্মসমর্পণ

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৭:৪৭ পূর্বাহ্ণ

আত্মসমর্পণ করে আলোর পথে ফিরে আসা ‘চরমপন্থিদের’ স্বাভাবিক জীবনযাপন ও পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব১২ এর সদর দপ্তরে কয়েকটি ‘চরমপন্থি দলের’ ৩১৫ সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। খবর বিডিনিউজের।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ী ও টাঙ্গাইলসহ দেশের বেশ কিছু জেলা এক সময় চরমপন্থিদের দাপট ছিল। একসময় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ও নেতৃত্বের দ্বন্দ্বে বিভিন্ন দলউপদলে বিভক্ত হতে থাকে তারা।

চলতে থাকে একে অপরকে হত্যা। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ায়। এ অবস্থায় ১৯৯৮ সালে সিরাজগঞ্জের কামারখন্দে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন চরমপন্থি দলের শীর্ষ নেতাসহ শতাধিক সদস্য। এরপর ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় পুলিশের কাছে ৫৯৬ চরমপন্থি আত্মসমর্পণ করেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকার ‘চরমপন্থী’ নেতা ও সদস্যদের অন্ধকার থেকে আলোর পথে ফেরাতে র‌্যাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধবোমা নিষ্ক্রিয় করবে রোবট
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়া ‘এক্সারসাইজ টাইগার সার্ক-৪০’ উদ্বোধন