সিরাজউদ্দৌলা রোডে ওয়াইএনটি কনভেনশন হল উদ্বোধন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরীর দেওয়ান বাজার এলাকায় সিরাজউদ্দৌলা রোডে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ‘ওয়াইএনটি সেন্টার কনভেনশন হল’ এর যাত্রা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী গতকাল মঙ্গলবার বিকেলে ফিতা কেটে শীতাতপ নিয়ন্ত্রিত এই কনভেনশন হলের উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চসিক মেয়র রেজাউল করিম বলেন, সুন্দর ও নান্দনিক স্থাপনার পাশাপাশি এধরনের বড় বড় অট্টালিকা গুলোর পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রাখা প্রয়োজন। শহরকে সুন্দর করে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা দরকার। কেউ যদি মনে করে এটা শুধু মেয়রের শহর, তাহলে ভুল। সবার সহযোগিতা ছাড়া কোন সিটি সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। আধ্যাত্মিক সাধকদের পদচারণায় ধন্য হয়েছে হাজার বছরের পুরনো চট্টগ্রাম শহর। পরিবেশ বান্ধব ও নান্দনিক একটি শৈল্পিক শহর হিসেবে গড়ে তুলতে পারব যদি আমরা সবাই একযোগে কাজ করি। তিনি বলেন, এধরণের প্রতিষ্ঠান গড়ে উঠলেই এলাকাটা আলোকিত হয়। সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে যেখানে তাজমহল গড়েছিলেন সেটা একসময় জনমানবহীন এলাকা ছিল। কিন্তু তাজমহল হবার পর পৃথিবীর কাছে আগ্রাকে পরিচিত করল। এসময় অন্যান্যের মধ্যে এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, জাতীয় মৎস্য পদক পুরস্কারপ্রাপ্ত সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রঞ্জু, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর বিজয় কিষান চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোনাফ সিকদার, রেড ক্রিসেন্ট মহনগর ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসড়ক ও ফুটপাত থেকে অর্ধশত দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃ*ত্যু