কলেজিয়েট স্কুল-৯৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল বুধবার করোনা সংক্রমণ রোধে সুরক্ষাসামগ্রী হাই ফ্লো ন্যাসাল ক্যান্যুলা ডিভাইস, ভ্যান্টিলেশন মাস্ক এবং হাই ফ্লো অক্সিজেন মিটার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডা. আবদুর রব মাসুম, (আইসিইউ ইনচার্জ) ডা. রাজদ্বীপ বিশ্বাস, জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. জিতু দাশ গুপ্ত, (অ্যানেসথেসিয়া এবং আইসিইউ) ডা. মৌমিতা দাশ। কলেজিয়েট-৯৮ ব্যাচের পক্ষে কামনাশীষ বড়ুয়া, শাহেদ আহমেদ চৌধুরী রাব্বি, তসলিম হোসেন, সরফরাজ খান মিশু প্রমুখ।
এসময় সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রাম নানা কারণে করোনার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে বিমানবন্দরের পাশাপাশি রয়েছে সমুদ্রবন্দর। পাশাপাশি চট্টগ্রামে মধ্যপ্রাচ্য ও ইউরোপ প্রবাসী নাগরিকের সংখ্যাও দেশের অন্যান্য জেলার চেয়ে বেশি। এসব কারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি নিজেদেরও সচেতন হওয়া এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।