সিভিও পেট্রোক্যামিকেলের সাথে বিপিসির ন্যাপথা ক্রয় চুক্তি স্বাক্ষর

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেড কাঁচামাল ন্যাপথা হতে উৎপাদিত বিএসটিআইয়ের মানমাত্রায় সলভেন্ট উৎপাদনের লক্ষে গত ২২ নভেম্বর বিপিসির সাথে ন্যাপথা ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়।
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড হতে নৌপথের মাধ্যমে ন্যাপথা পরিবহনের বিধান থাকায় ন্যাপথার মানমাত্রা ও পণ্যের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা ও ঝুঁকিমুক্তভাবে ন্যাপথা পরিবহন পূর্বক সরবরাহের নিমিত্তে জাপান হতে প্রস্তুতকৃত ২০৭৩ মেট্রিক টন ধারণ ক্ষমতার উন্নতমানের একটি জাহাজ ক্রয়ের লক্ষ্যে বিগত গতকাল শনিবার জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি সম্পাদিত হয় ।
নিজস্ব জাহাজে পণ্য পরিবহনের ফলে একদিকে যেমন পণ্যের গুণগতমান, পণ্যের পরিমাপ ও পণ্যের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চায়তা প্রদান করা সম্ভব হবে অন্যদিকে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ পরিবহন ব্যয় হ্রাস পাবে। এছাড়াও নিজ কাঁচামাল পরিবহনের পাশাপাশি অন্য কোম্পানীর পণ্য পরিবহন করে এ খাতে অতিরিক্ত আয়ের সুযোগ রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারী লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান শামসুল আলম শামীম, পরিচালক মোহাম্মদ আমিন, সচিব খাজা মঈন উদ্দীন হোসেন ও কোম্পানীর ফ্যাইন্যান্স ম্যানেজান মোহাম্মদ ফারুক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উচ্ছ্বাস : আবৃত্তিতে দেড় দশকের দীপ্ত পথচলা
পরবর্তী নিবন্ধকরোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে : সুজন