প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯–এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বিভিন্ন অনুষদের ৩ শিক্ষার্থী। স্নাতকে সর্বোচ্চ সিজিপিএ পাওয়ায় এসব শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডা. তানভীর আহমদ নিজামী ,ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের নাহিদুর রহমান এবং ফিশারিজ অনুষদের সাইফুদ্দিন রানা।












