সিভাসুর আবাসিক হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আবাসিক হল থেকে উপমা দত্ত নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উপমার বাড়ি মাগুরায়। সে সিভাসুতে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬ তম ব্যাচের শিক্ষার্থী।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, গত বৃহস্পতিবার রাতে বিজয়২৪ আবাসিক হল থেকে উপমা দত্ত নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আজ (গতকাল) ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ঋষিধামে আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলায় পুণ্যার্থীর ঢল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক