অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। বর্তমানে এটি একটি বৈশ্বিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। এজন্য চিকিৎসক, ভেটেরিনারিয়ান, ফার্মাসিস্ট, নীতিনির্ধারকসহ সকল স্টেকহোল্ডারদের এক সঙ্গে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার সিভাসুতে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ ’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সময়োপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগের উপর গুরুত্বারোপ করে বক্তারা আরো বলেন, কৃষি, অ্যাকোয়াকালচার, ডেইরি ও পোল্ট্রি শিল্পে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, টেকনিক্যাল সেশন, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, পেন্সিল স্কেচ ও মটো প্রদর্শনী এবং সমাপনী ও পুরস্কার বিতরণ। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এরপর সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় টেকনিক্যাল সেশন ও আলোচনা সভা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভাসুর পরিচালক (গবেষণা ও সমপ্রসারণ) প্রফেসর ড. এস. কে. এম. আজিজুল ইসলাম।
ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল আল ফারুকের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডা. মো. নুরুন নবী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অ্যাগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ–আল–নাহিদ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো: সফিকুল ইসলাম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস–এর অ্যাগ্রোভেট ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত। সভাপতিত্ব করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড.আমীর হোসেন সৈকত। প্রেস বিজ্ঞপ্তি।