সিবিইউএফটির কালার, ফ্যাশন এবং সোসাইটি বিষয়ক সেমিনার

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:৫৯ অপরাহ্ণ

একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) গত ৪ ফেব্রুয়ারি কালার, ফ্যাশন এবং সোসাইটি বিষয়ক সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম, বিজিএমইএ ভবন দক্ষিণ খুলশীতে অনুষ্ঠিত হয়েছে।

সিবিইউএফটি আয়োজিত উক্ত সেমিনারে মূল বক্তা হিসেবে শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদেরকে কালার, ফ্যাশন এবং সোসাইটির সাথে প্রযুক্তির সম্পর্কের বিষয় প্রয়োজনীয় আলোচনা করেন সিবিইউএফটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল করিম। এতে উপস্থিত ছিলেন সিবিইউএফটির রেজিস্ট্রার প্রকৌশলী মো: আবদুল মান্নান, প্রফেসর কাজী নাজমুল হুদা, ডীন (সকল অনুষদ) মোহাম্মদ মশিউর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকতা এবং শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধআদর্শের লড়াইয়ে ফারুক সিদ্দিকী আজীবন স্মরণীয় হয়ে থাকবেন