সিবিইউএফটি ও এশিয়ান গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সই

| শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র সাথে দেশের অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সিবিইউএফটির শিক্ষার্থীরা এশিয়ান গ্রুপের কারখানাসমূহে ইন্টার্নশিপ সুবিধাসহ কারখানা পরিদর্শনের মাধ্যমে যুগোপযোগী মেশিনারি প্রযুক্তিজ্ঞান অর্জন করতে পারবে। উভয় প্রতিষ্ঠানের সহযোগিতায় সেমিনারওয়ার্কশপ ও ব্যবহারিক প্রশিক্ষণসহ শিল্পায়ন সংশ্লিষ্ট নানাবিধ অভিজ্ঞতা অজর্নের সুযোগ লাভ করবে। গত সোমবার সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আবদুস সালাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী বলেন, শিল্পের বাস্তব কারিগরি জ্ঞান ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সমৃদ্ধ হবে। এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম সিবিইউএফটির বিভিন্ন কার্যক্রমে তার প্রতিষ্ঠানের পক্ষ খেকে সম্ভব সকল সহযোগীতার আশ্বাস দেন। এতে উপস্থিত ছিলেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের সদস্য এসএম আবু তৈয়ব, হেলাল উদ্দিন চৌধুরী, এএম চৌধুরী সেলিম, ফরহাদ আব্বাস, এসএম সাজেদুল ইসলাম, ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশের আউলিয়া কেরাম ও ওলামা মাশায়েখ গ্রন্থের প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি