বাংলাদেশের পার্লামেন্ট এখন পুঁজিপতিদের ক্লাবে পরিণিত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের কমিউনিস্ট পার্টির নেতারা। গত সোমবার নগরীর সিনেমা প্যালেস মোড়ে চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলা হয়।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, দেশে এখন প্রত্যেকটা জিনিসের দাম মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে। সাধারণভাবে জীবন দিনাতিপাত করা মানুষের জন্য আজ দূর্বিষহ হয়ে পড়েছে।
চাল, ডাল, তেল, বই, খাতা, কলম এমন কিছু নাই যার দাম বাড়ে নাই। দাম বাড়লে কেনো বাড়ে তার জবাবদিহিতা নেই। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা বলেন, দেশের মধ্যে আজ খুবই এক কঠিন হাহাকার পরিস্থিতি বিরাজ করছে।
সেটা অর্থনীতিতে যেমন, রাজনীতিতে যেমন, সমাজের অভ্যন্তরেও তেমন। চট্টগ্রাম জেলা সিপিবির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় ও সভাপতি অশোক সাহার বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই লাল দাশ, চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সদস্য রেখা চৌধুরী, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেন। প্রেস বিজ্ঞপ্তি।