বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় নগরীর সিনেমা প্যালেস চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘দাম কমাও, জান বাঁচাও, ভোটাধিকার দাও’ এই শ্লোগানে চট্টগ্রামে এই কর্মসূচি পালিত হয়েছে। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, মছি উদ–দৌলা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে দেশের ৯৯ ভাগ মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে। চালের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দাম বাড়ানোর প্রক্রিয়া চলেছে। চাতাল মালিক, মিল মালিকদের দৌরাত্ম, পরিবহনে চাঁদাবাজি দূর করতে সরকারের কোনো পদক্ষেপ নেই। কয়েকজন ব্যবসায়ীর কাছে জিম্মি দেশের তেল, চিনি, ডালের বাজার।
বক্তারা আরো বলেন, বর্তমান দুঃশাসন থেকে মুক্তির জন্য জনগণের যে বাঁচার সংগ্রাম, তা রুদ্ধ করতে সরকার দমনপীড়ন ও ‘ভয়ের রাজত্ব’ তৈরি করে রেখেছে। রাষ্ট্রযন্ত্র ও আমলাতন্ত্রকে ব্যবহার করে দেশে দুঃশাসন চালিয়ে যাচ্ছে। এ অবস্থা চিরস্থায়ী করতে সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং নির্বাচন ব্যবস্থাকে একটি প্রহসনে পরিণত করে তা প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তাই বর্তমান অবস্থা অবসানের জন্য জনগণকে আজ ঘুরে দাঁড়াতে হবে। রুটি–রুজি, ভাত–কাপড়, ভোট–গণতন্ত্রের দাবিতে সংগ্রাম জোরদার করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।