সিপিবি বহদ্দারহাট শাখার সভা

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানার অধীন বহদ্দারহাট শাখার সভায় নেতৃবৃন্দ বলেছেন, গণবিচ্ছিন্ন, আস্থাহীন আওয়ামী সরকার ক্ষমতায় থেকে তার অধীনে নির্বাচন করলে তাতে জনগণের অংশগ্রহণের সুযোগ নেই। দেশ পরিচালনায় ব্যর্থ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, সিন্ডিকেটের পাহারাদার সরকার দলীয়করণের মধ্য দিয়ে ক্ষমতা দখলে রাখতে দেশকে বিপর্যয়ে ফেলেছে। কমিউনিস্ট নেতারা গণতন্ত্র রক্ষা বা উদ্ধারের নামে সাম্রাজ্যবাদী শক্তির যে কোনো হস্তক্ষেপকে প্রতিহত করার আহ্বান জানান।

গতকাল শুক্রবার বাদুরতলাস্থ অস্থায়ী কার্যালয়ে মো. জামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী। উপস্থিত ছিলেন থানা কমিটির সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ।

বক্তব্য রাখেন থানা সভাপতি মোহাম্মদ মুছা, মোহাম্মদ মহসিন, প্রদীপ সরকার, মো. মাহাবুবুর রহমান, আলাউদ্দিন বাবলু প্রমুখ। তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের প্রক্রিয়া গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেডিসনে শেষ হল দু’দিনব্যাপী হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো
পরবর্তী নিবন্ধআজ আমিনুর রশীদ কাদেরীর ফুলের কথা’র প্রকাশনা উৎসব