বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানা কমিটির সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির থানা সভাপতি মোহাম্মদ মুছা। প্রধান অতিথি ছিলেন সিপিবি নেতা মৃণাল চৌধুরী। প্রথম অধিবেশনে রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ জাহিদ। অর্থ রিপোর্ট পেশ করেন মোহাম্মদ মহসিন। সম্মেলনের দাবিনামা পাঠ করেন খোদেজা বেগম।
বক্তারা দ্রুত জরুরি সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের প্রক্রিয়া শুরুর জন্যে সরকারের প্রতি আহ্বান করেছেন। এছাড়া জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান। বক্তব্য রাখেন মোহাম্মদ মহসিন, জামাল উদ্দিন, মাহাবুবুর রহমান, গার্মেন্ট শ্রমিক নেতা নুরুল আবছার লিটন প্রমুখ। সম্মেলনে মোহাম্মদ মুছাকে সভাপতি, রাহাতউল্লাহ জাহিদকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মহসিনকে সহ–সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের নতুন থানা কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।