সিপিবি পটিয়া উপজেলার সম্মেলন

| শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, পটিয়া উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে দক্ষিণপন্থী মৌলবাদী শক্তির আস্ফালনমুক্তিযুদ্ধে অর্জিত দেশের আপামর জনগণ কখনোই মেনে নেবে না। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো অন্ধকারের অপশক্তিকে ছাড় দেয়া হবে না।

তিনি গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরে পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে এসব কথা বলেন। পটিয়া উপজেলা সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও নারী নেত্রী মদিনা বেগমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. শওকত আলী। বক্তব্য রাখেন স্বপন দত্ত, আহমদ নুর, স্বপন দাশ, অলক দাশ, সনৎ বড়ুয়া প্রমুখ।

সম্মেলনের সাংগঠনিক অধিবেশনে শহিদুল ইসলামকে সভাপতি, মদিনা বেগমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পটিয়া উপজেলা কমিটি গঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আমিই নজরুল’ সম্মাননা পেলেন কবি নাতনি খিলখিল কাজীসহ ৩ জন
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে নবীন শিক্ষকদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা