সিপিবি নেতার কাছে চাঁদা দাবি, হুমকি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহাকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে। ঘটনার ব্যাপারে কোতোয়ালী থানায় একটি জিডি রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, বুধবার (গতকাল) সকাল ১১টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার মোবাইলে কল আসে। আমি রিসিভ করার পর এক ব্যক্তি আমার কাছ থেকে অর্থ সহযোগিতা চান। কী জন্য সহযোগিতা জানতে চাইলে স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকারের আমলে তারা মামলামোকদ্দমার স্বীকার হয়েছেন এবং তাদের (স্বৈরাচার) বিরুদ্ধে মামলা করতে অনেক টাকা খরচ হচ্ছে, সেজন্য তাদের টাকা প্রয়োজন বলে তিনি আমাকে জানান।

তিনি আরও বলেন, একপর্যায়ে আমি তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে এক লোকের পরিচয় দেন। পরে আমি এ বিষয়ে তাকে কোনো সহযোগিতা করতে পারবো না বলে জানাই। এরপর তিনি বলেন, আমি পরে এমন পরিস্থিতে পড়বো ১০২০ লাখ টাকা দিয়েও পার পাব না। পরে আমি কল কেটে দেই। এরপর আমি থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, সিপিবি নেতা অশোক সাহা থানায় একটি জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

পূর্ববর্তী নিবন্ধ২০৩০ বিশ্বকাপ মরক্কো, স্পেন ও পর্তুগালে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ২৪৮ জনকে আসামি করে মামলা