শিশুদের কল্পনা ও বাস্তবের আনন্দময় ভুবন ক্যানভাসে ফুটিয়ে তোলার প্রত্যয় নিয়ে বিজয় দিবসের মহান দিনে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব অনুসরণ করে সিপিডিএল বয়সভিত্তিক শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। পৃথিবী নিয়ে শিশুদের কৌতুহল অসীম, তাদের কোমল হৃদয় যা দেখে, তা-ই বিশ্বাস করে, যেভাবে শেখে সেভাবেই তাদের কল্পনা সাজায়। তাই প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আনন্দময় পৃথিবী।
চিত্রাংকন প্রতিযোগিতা ক ও খ দুইটি শাখায় অনুষ্ঠিত হবে। ‘ক’ শাখার জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে অনূর্ধ্ব ৭ বছর এবং ‘খ’ শাখার জন্য ৮ থেকে ১২ বছর পর্যন্ত বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
প্রতিযোগিতা আগামীকাল বুধবার জামালখানস্থ সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার পাশে সিপিডিএলের প্রকল্প সিপিডিএল আয়শা আইকনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা হতে ১০.৩০ টা পর্যন্ত সবার জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে।
ছবি আঁকার কাগজ, অয়েল পেস্টেল, পেন্সিল, রাবার ইত্যাদি সিপিডিএল সরবরাহ করা হবে। আগ্রহীদের অংশ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।