চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ গ্রীন গেইটেড কমিউনিটি সিপিডিএল সুলতানা গার্ডেনিয়ায় গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো প্রাণবন্ত হ্যাপি কমিউনিটি ওয়েলনেস কার্নিভাল। সিপিডিএল–এর “হ্যাপি কমিউনিটি” ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন এই কমিউনিটির শতাধিক বাসিন্দা ও অতিথি।
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলমান এ অনুষ্ঠানে ছিল বহুমাত্রিক কার্যক্রম। শিশুদের জন্য গেমস ও আকর্ষণীয় এক্টিভিটিস, অংশগ্রহণকারীদের জন্য অনুপ্রেরণামূলক ওয়েলনেস টক এবং প্রাণবন্ত ফিটনেস সেশন আয়োজনকে করে তোলে আরও সমৃদ্ধ। শিশুদের উচ্ছ্বাস, প্রাপ্তবয়স্কদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রবীণদের আন্তরিক উপস্থিতি সুলতানা গার্ডেনিয়ার পরিবেশকে রূপ দেয় এক উৎসবমুখর সম্মিলনীতে। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন ঘঅঝগ সার্টিফায়েড ফিটনেস কোচ ও গোফিট (এড়ঋরঃ)-এর প্রতিষ্ঠাতা আসাদ। তার ইন্টারঅ্যাকটিভ ফিটনেস সেশন ও পরামর্শ অংশগ্রহণকারীদের উৎসাহিত করে স্বাস্থ্যকর ও ইতিবাচক জীবনধারা অনুসরণে। সিপিডিএল–এর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ওয়েলনেস উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে সিপিডিএল সুলতানা গার্ডেনিয়ার প্রতিটি বাসিন্দা সুস্থ ও সুন্দর জীবনযাপনে অনুপ্রাণিত হন। প্রেস বিজ্ঞপ্তি।