সিপিটির আইটি প্রকাশনা ও জনসংযোগ কমিটির সভা

| বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের (সিপিটি) আইটি, প্রকাশনা ও জনসংযোগ কমিটির সভা লালখানবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে পরিচালক মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব এম এ সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী ও নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় কমিটির সদস্য সাংবাদিক কাজী আবুল মনসুর, সাংবাদিক স ম ইবরাহীম, এনামুল হক ও ট্রাস্টের আইন ও সংবিধান সম্পর্কিত কমিটির আহ্‌বায়ক ব্যারিস্টার মোহাম্মদ হাসান চৌধুরী বক্তব্য রাখেন।সভায় সিপিটির গাইড প্রকাশসহ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি জাফর সম্পাদক হারেছ
পরবর্তী নিবন্ধদোকানের সামনে পর্দা দিয়ে তালা কেটে চুরি