প্রথম দুই ম্যাচের জড়তা কাটিয়ে অবশেষে আপন ছন্দে ফিরলেন সাকিব আল হাসান। হ্যাটট্রিক ‘গোল্ডেন ডাক’ শঙ্কা উড়িয়ে ব্যাট হাতে খেললেন তিনি কার্যকর এক ক্যামিও। বল হাতেও আবির্ভুত হলেন নিজের সেরা চেহারায়। বাংলাদেশের অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ জয় পেল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানা ৩৭ রানে হারিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্সকে। ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন সাকিব। বোলিংয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ব্যাটে-বলে সাফল্যের পাশাপাশি দারুণ এক সরাসরি থ্রোয়ে গুরুত্বপূর্ণ একটি রান আউটও করেন সাকিব। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দা ম্যাচ তিনিই। সাকিব যোগ দেওয়ার আগে ৬ ম্যাচে ১টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় তলানি থেকে দুইয়ে ছিল গায়ানা। সেই দলই এখন টানা ৩ জয়ে উঠে গেছে শীর্ষ দুইয়ে।
টসে হেরে ব্যাটিংয়ে নামা গায়ানা ওপেনার চন্দ্রপল হেমরাজকে হারায় দ্বিতীয় ওভারে। আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও তিনে নামা শেই হোপ শুরুতে সময় নেন কিছুটা। প্রথম ৫ ওভারে রান আসে ২৮। ১৯ বলে ১৪ রান করে হোপ আউট হলে উইকেটে যান সাকিব। প্রথম ১২ বলে তার রান ছিল ১০। পরের ১২ বলে সাকিব করেন ২৫ রান। ৪২ বলে ৬০ রানের জুটি ভাঙে গুরবাজের বিদায়ে। তার নিজেরও রান তখন ৪২ বলে ৬০। নারাইনের বলে স্টাম্পড হয়ে সাকিব ফেরেন পরের ওভারেই। শেষ পর্যন্ত গায়ানা ২০ ওভারে তোলে ১৭৩ রান। জবাবে ব্যাট করতে নামা ত্রিনবাগো অলআউট হয় ১৩৬ রানে। সাকিবের তিন উইকেটের পাশাপাশি গায়ানার অন্য দুই স্পিনার ইমরান তাহির ও জুনিয়র সিনক্লেয়ার উইকেট নেন দুটি করে। এই জয়ে এক ম্যাচ বাকি রেখে প্লে অফে খেলাও নিশ্চিত করেছেন সাকিবরা। প্রাথমিক পর্বে তাদের শেষ ম্যাচ আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায়।