অসাধু চক্রের অলিখিত নিষেধাজ্ঞায় সীতাকুণ্ডের ফুলতলা বাজারে মাছ বিক্রি করতে পারছেন না স্থানীয় জেলেরা। ফলে সাধারণ মানুষকে বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ দামে কিনতে হয় সব ধরনের মাছ। দীর্ঘদিন ধরে চার ব্যক্তির সিন্ডিকেটের কারণে ভোগান্তিতে পড়েছেন জেলে ও ক্রেতারা। সম্প্রতি স্থানীয় বেশ কয়েকজন জেলে বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া ফুলতলা বাজার চারটি ওয়ার্ডের মানুষের একমাত্র কেনাকাটার স্থান। বাজারে নিত্যপ্রয়োজনীয় সবকিছু পাওয়া গেলেও চাহিদা অনুযায়ী মাছ পাওয়া যায় না। অথচ ফুলতলা বাজারের এক কিলোমিটার দূরে সমুদ্র উপকূলীয় এলাকা। তাদের অভিযোগ, স্থানীয় চার মাছ ব্যবসায়ী মিলে সিন্ডিকেট গড়ে তোলেন। তারা স্থানীয় জেলেদের এই বাজারে বসতে না দিয়ে নিজেদের ইচ্ছেমতো দামে মাছ বিক্রি করেন। বেশ কয়েকবার জেলেরা মাছ বিক্রি করতে বসলেও চক্রটি তাদের মারধর করে বাজার থেকে তাড়িয়ে দেয়। জেলেদের মাছ কেড়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। বারআউলিয়া ফুলতলা এলাকার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, বাজারটি চারটি ওয়ার্ডের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এখানে প্রতিদিন বাজার করতে আসেন হাজারো ক্রেতা। ফুলতলা বাজারের কাছেই সমুদ্র। সেখানে জেলেরা প্রচুর মাছ পায়। কিন্তু আমরা এ বাজারে সব পেলেও ভালো মাছ পাচ্ছি না। জেলে রবীন্দ্র জলদাস বলেন, আমরা সাগরে প্রচুর মাছ পাই। কিন্তু মাছ বিক্রির জন্য বাজারে বসতে পারি না। আমাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়। অনেক সময় মাছও কেড়ে নেয়; যার কারণে সমুদ্র থেকে মাছ ধরে খাঁচায় করে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।
ফুলতলা বাজারের ইজারাদার লিটন বলেন, সবার মতো আমিও চাই জেলেরা এই বাজারে মাছ নিয়ে বসুক এবং বিক্রি করুক। কিন্তু জেলেরা বাজারে আসতে রাজি নন। বর্তমানে বাজারে কোনো সিন্ডিকেট নেই দাবি করে তিনি বলেন, জেলেরা এই বাজারে মাছ বিক্রি করতে এলে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, জেলেরা আমার কাছে অভিযোগ করেছে। বাজার পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বাজারটি নতুন করে ইজারা দেয়া হয়েছে। যারা ইজারা পেয়েছে তাদেরকে এ বিষয়ে বলা হয়েছে।