অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে ‘পথে হল দেখা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক রায়হান জুয়েল। মাস্টার কমিউনিকেশনের প্রযোজনায় নির্মিতব্য এ সিনেমায় মিম শনিবার চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান পরিচালক জুয়েল। খবর বিডিনিউজের।
রোমান্টিক এ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। মিম জানান, সিনেমায় প্রার্থনা নামে বিত্তশালী এক পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে মিমকে, যিনি পরিবারের নিয়মের বেড়াজাল ভেঙে স্বাধীনভাবে জীবনযাপন করতে চান। সিনেমার গল্পটা আমি পড়েছি, আমার চরিত্রটা খুব ভালো লেগেছে। তাকে পরিবার বাইন্ডিংসের মধ্যে রাখে, কিন্তু সে স্বাধীনভাবে জীবনযাপন কাজ করতে চায়। সেটা করতে গিয়ে একসময় বাড়ি থেকে পালিয়ে যায়। বাকিটা জানতে সিনেমা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এতে মিমের বিপরীতে কে অভিনয় করছেন এখনও চূড়ান্ত করা হয়নি।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে শুটিং হবে। জুয়েলের প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী বছর মুক্তি পাওয়ার কথা আছে।