ঢাকাই চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সমপ্রতি ঘোষণা দিয়েছিলেন বেশকিছু সিনেপ্লেক্স নির্মাণের। তারই অংশ হিসেবে সিনেমা পাগল এই তারকা তার দুটি পুরনো হল এশিয়া ও পর্বত ভেঙে সিনেপ্লেক্স তৈরি করছেন। সিনেপ্লেক্সগুলোতে যাতে সব শ্রেণির দর্শক সিনেমা দেখতে পারে, এ লক্ষ্য নিয়ে নির্মাণ করছেন বলে জানিয়েছেন ডিপজল। খবর বাংলানিউজের। এরই মধ্যে পর্বত ভেঙে নতুন ভবন নির্মাণাধীন। ভবনটিতে তিনটি স্ক্রিন নিয়ে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিপজল। তিনি বলেন, আসন্ন ঈদের পর দ্রুত গতিতে কাজ এগিয়ে যাবে। যত দ্রুত সম্ভব সিনেপ্লেক্সের কাজ শেষ করব। এরপর এশিয়ার কাজ শুরু হবে। এখন ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। সামনে আরও ভালো সিনেমা হবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমা দেখার আধুনিক চিন্তা থেকেই সিনেপ্লেক্স তৈরি করছি। শিল্পী সমিতিতে এসেছি শিল্পী ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার জন্য। এখান থেকে আমার কিছু নেওয়ার নেই। আমি দিতে এসেছি। ডিপজল আরও বলেন, একটা জিনিসই শিখেছি, আর তা হচ্ছে ফিল্ম। এটা নিয়েই দর্শকের পাশে থাকতে চাই।