সিনহা হত্যার বিচার নজরে রাখতে বলল সংসদীয় কমিটি

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:১১ পূর্বাহ্ণ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড নিয়ে কেউ যেন কোনো ধরনের ফায়দা নিতে না পারে, সেজন্য বিচার প্রক্রিয়ায় সরকারকে নজরে রাখতে বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদীয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। আলোচিত ওই ঘটনা নিয়ে প্রতিবেদন দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত আগস্ট মাসে কমিটির বৈঠকে বিষয়টি আলোচ্যসূচিতে না থাকলেও এ নিয়ে কথা তোলেন কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুহাম্মদ ফারুক খান। কমিটির পরের বৈঠকে মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য ওই বৈঠকে সুপারিশ করা হয়। খবর বিডিনিউজের।
সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে কঙবাজারের সাবেক পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঘটনার শুরু থেকে এসপি মাসুদ তদন্তের কাজে অসহযোগিতা ও বাধা দিয়ে আসছিলেন। এজন্য ঘটনার পরপরই সিনহার পরিবার এসপি মাসুদকে বদলির দাবি জানায়। সেনাসদরও সুষ্ঠু তদন্তের এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে বদলির পক্ষে বলেছিল। গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহা নিহত হওয়ার পর একে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।
তবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে সেখানে কর্মরত পুলিশ সদস্যদের দায়ী করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়।
সংসদীয় কমিটিতে দেওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, সিনহাকে গুলি করার ২০-২৫ মিনিট পরে ওসি প্রদীপ ঘটনাস্থলে যায়। অত্যন্ত নির্মম ও অমানবিকভাবে পা দিয়ে চেপে মাটিতে পড়ে থাকা সিনহার মৃত্যু নিশ্চিত করে।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সদস্য ফারুক খান বলেন, কমিটিতে এ নিয়ে আলোচনা উঠলে আজ আমি বলেছি এই বিচার কাজ সার্বক্ষণিক মনিটর করতে হবে। কেউ যাতে এ থেকে ফায়দা লুটতে না পারে। মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, এ ঘটনার বিচারে যা যা করা দরকার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় সবকিছু নজরে রেখেছে। সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মহিবুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বিদ্যুতের খুঁটি সরানো নিয়ে দুই পক্ষে হাতাহাতি
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার প্রযুক্তি ভাবনা শীর্ষক আলোচনা সভা