চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের সাথে সিডিএফএ এর এক মতবিনিময় সভা গত ২২ জুন অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে লটারীর মাধ্যমে দলগুলোর গ্রুপিং নির্ধারণ করা হয়।
গ্রুপ- এ: মাদারবাড়ী শোভনীয়া ক্লাব, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, আব্দুস সোবাহান ফুটবল দল, কল্লোল সংঘ গ্রীণ, আলোর ঠিকানা। গ্রুপ- বি: আগ্রাবাদ নওজোয়ান গ্রীন, ফ্রেন্ডস ক্লাব,বাংলাদেশ রেলওয়ে এস.এ,কিষোয়ান স্পোর্টস ক্লাব, মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি, ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব। আগামী ২৬ জুন ও ২৮ জুন ‘এ’ গ্রুপের ৫টি দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২৭ জুন ও ২৯ জুন ‘বি’ গ্রুপের ৬টি দলের খেলোয়াড় বাছাই কার্যক্রম বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সিজেকেএস কনফারেন্স রুম এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিডিএফএ নিবার্হী সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাতসহ দলের প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, যাদের বয়স ৩০ জুন ২০০৭ এর পরে শুধুমাত্র তারাই বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। খেলোয়াড় বাছাই কার্যক্রমের পূর্বে ২৫ জুনের মধ্যে সিডিএফএ কার্যালয় হতে খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।