সিডিএ চেয়ারম্যানের সাথে ইতালির চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দেশে বিনিয়োগে আগ্রহী ইতালি

| শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৯:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষের সাথে বাংলাদেশে অবস্থিত ইতালির চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মাত্তিয়া ভেঞ্চুরা গতকাল বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে ড. মাত্তিয়া ভেঞ্চুরা বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরীতে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এছাড়াও তিনি ইতালিতে অবস্থিত বাংলাদেশে অভিবাসীদের কর্মদক্ষতা ও গঠনমূলক কার্যক্রমের প্রশংসা করেন। ইতালিতে শিপব্রেকিংসহ বিভিন্ন পেশায় বাংলাদেশীদের চাকরির অনেক সুযোগ রয়েছে মর্মে চার্জদি অ্যাফেয়ার্স জানান। তিনি ইতালি ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতালির সরকার ও বিভিন্ন কমিউনিটি বাংলাদেশে বিনিয়োগ আগ্রহ রয়েছে বলে জানান।

চউক চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এলাকায় সহজে বিনিয়োগ সমপ্রসারণের লক্ষ্যে সল্প সময়ে ভূমি ব্যাবহার ছাড়পত্র, ইমারত নির্মাণ অনুমোদন, বিশেষ প্রকল্প ছাড়পত্র, ব্যাবহার সনদ অনুমোদনসহ সিডিএ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পরবর্তীতে তিনি সিডিএর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসীম উদ্দীন শাহ, মোহাম্মদ ফারুক, প্রকৌশলী মুনীর উদ্দিন আহমদ, জিনাত সোহানা চৌধুরী এবং চউকের সচিব মোহাম্মদ মিনহাজুর রহমান, চউক প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, উপসচিব অমল গুহ, ডিসিটিপি আবু ঈসা আনসারী, অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের, সিস্টেম এনালিস্ট মো. মোস্তফা জামাল, নির্বাহী প্রকৌশলী মো. শামীম ও রাজীব দাশ, অথরাইজড অফিসার২ মোহাম্মদ ইলিয়াছ, প্রকৌশলী কাজি কাদের নেওয়াজ সহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পর্যালোচনা সভা
পরবর্তী নিবন্ধপাঠানটুলী ওয়ার্ডে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন