চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের সাথে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে নব নির্বাচিত কমিটির মতবিনিময় সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সভায় আবদুল কৈয়ূম চৌধুরী সিডিএ চেয়ারম্যানের কাছে চট্টগ্রামের আবাসন সংকট সমাধানে রিহ্যাবের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।এ সময় সিডিএ চেয়ারম্যান রিহ্যাবের সকল প্রস্তাব এবং সকল দাবি দাওয়া পূরণের আশ্বাস প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো- চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর, রিজিওনাল কমিটির সদস্য নাজিম উদ্দিন, মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, শারিস্থ বিনতে নূর এবং সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।