স্বেচ্ছাসেবী রক্তদান ও মানবিক সেবামূলক সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক গতকাল উদযাপন করছে প্রতিষ্ঠার ১৩তম বর্ষপূর্তি। বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিবিবি ফাউন্ডেশনের এডমিন আরমান শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান (হেমাটোলজি)। ডা: শাহেদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কলেজের সহযোগী অধ্যাপক (ইংরেজি) হাসিনা মমতাজ, বাংলাদেশ মুসলিম চ্যারিটি ইউ.কে. এর কান্ট্রি কো–অর্ডিনেটর ফজলুল করিম। অনুষ্ঠানে সিটিজি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও কর্মকর্তারা বলেন, মানবতার সেবাই আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। গত ১৩ বছরে হাজারো মানুষের রক্তসংকট নিরসন, দুঃস্থদের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবীদের গড়ে তোলা–এ সবই মানুষের ভালোবাসা ও সহযোগিতায় সম্ভব হয়েছে। আগামীতেও আমরা দায়িত্বশীলভাবে মানুষের পাশে থেকে সেবা দিয়ে যেতে চাই। অনুষ্ঠানে রক্তদাতা, স্বেচ্ছাসেবী এবং মানবিক কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নতুন সেবামুখী উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












