জাতীয় ও আন্তর্জাতিক মানের আর্চার তৈরির প্রত্যয়ে সিটিজি আর্চারী ক্লাব ২য় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। গত ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত নগরীর পলোগ্রাউন্ড মাঠে সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। গত ১১ জুন শুক্রবার সিটিজি আর্চারী ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সিটিজি আর্চারী ক্লাবের প্রতিষ্ঠাতা মো. জাবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। সিজেকেএস কাউন্সিলর আবু সুফিয়ান ঝিনুক, লায়ন্স ক্লাব কর্ণফুলী এলিট সভাপতি এম এন সাফা,সিটিজি আর্চারী ক্লাবের চেয়ারম্যান লায়ন মো.রফিক মিয়া, ব্যারিস্টার মোস্তাক হোসেন ওয়াসিম, মো. সাদেক, মঈনুল ইসলাম সাগর, মো. নঈম, মো.মুজিব ও মো. রাজীব বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।