সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে গতকাল বুধবার চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতিজনরা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সংস্কৃতিজনরা বলেন, চট্টগ্রামের মুদ্রণ ও প্রকাশনা শিল্পের দুই ব্যক্তি চট্টগ্রাম চেম্বার প্রেসের স্বত্ত্বাধিকারী মরহুম মোহাম্মদ ইউনুছ এবং আর্ট প্রেস ও বইঘরের স্বত্বাধিকারী মরহুম সৈয়দ মোহাম্মদ শফি। চট্টগ্রামে এই দুইজনের সাহিত্য ও সংস্কৃতি জগতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাইব্রেরিতে দুইটি আলমারি তাঁদের নামে সংরক্ষিত করার জন্য মেয়রের কাছে প্রস্তাব পেশ করেন। এই সময়ে সিটি মেয়রকে কিছু প্রকাশনা প্রদান করা হয়। চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতিজনেরা হলেন–দেওয়ান মাকসুদ আহমদ, শিশির দত্ত, শাহ আলম নিপু, কমল সেনগুপ্ত, মুনির হেলাল, স্বপন দত্ত, রবিউল আলম, আবসার হাবীব, শহীদুল হক, আকবর রেজা, আহমেদ নেওয়াজ, শাহরিয়ার আদনান শান্তনু, অনুপ সাহা, ফরহাদ মাহমুদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।