সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমাদের শপথ নিতে হবে আগামী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে যাতে দলীয় প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে পারি। প্রধানমন্ত্রীর প্রার্থীদের বিজয়ী না করা পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। সদরঘাট থানা আওয়ামী লীগের উদ্যোগে গত বুধবার কদমতলী জাহাঙ্গীর মার্কেটস্থ কার্যালয়ে জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক এম সালাউদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ও যুগ্ম সম্পাদক বদিউর আলম, থানা কমিটির সহ-সভাপতি হাজী শওকত আলী, হাজী মনির আহমদ, মুজিবুর রহমান পেয়ারু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, হাবীবুর রহমান, হাজী দানু মিয়া, পঙ্কজ বৈদ্য (সুজন), বিমলেন্দু দাশ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, আসন্ন চসিক নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রেজউল করিম চৌধুরী বলেন, বিজয়ের মাসে আমাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। চসিক নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।











