চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ডিগ্রি ১ম বর্ষের এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার ঘটনায় কলেজের পাঁচ শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশে বিভিন্ন মেয়াদে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল সোমবার কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মোহাম্ম নঈম উদ্দিন স্বাক্ষরিত কলেজ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।
জানা গেছে, গত ২২ মে (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় কলেজের একাডেমিক ভবন– ৪ এর ৩য় তলায় দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রহিম। এসময় হঠাৎ বাবুল হোসেন সহ ৫ জন মিলে তার উপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে পড়লে শিক্ষার্থীরা উদ্ধার করে রহিমকে হাসপাতালে নিয়ে যায়।
ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া শিক্ষার্থীরা হলেন–ডিগ্রি ২য় বর্ষের ছাত্র সামি আলাউদ্দিন, দ্বাদশ শ্রেণির শফিউল আলম জিহাদ, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ বাবুল হোসেন, হিসবাবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র রোহিত সিং এবং একাদশ শ্রেণীর সিয়াম রেজা। এরে মধ্যে মোহাম্ম বাবুল হোসেনকে ২ মাস এবং বাকী ৪ জনকে ১ মাস করে কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কলেজের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকায় কলেজের শৃঙ্খলা কমিটির প্রস্তাবের প্রেক্ষিতে এবং একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের আলোকে এই ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তি প্রদান করা হয় বলে জানা গেছে।