ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যুব রেড ক্রিসেন্ট সরকারি সিটি কলেজ ইউনিট এক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে করণীয় সম্পর্কে সকলকে সচেতন করা এবং কলেজ প্রাঙ্গণ থেকে মশার জন্মানোর উপযোগী স্থানসমূহ অপসারণ করা। কর্মসূচিতে উপস্থিত সকলে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, নিয়মিত পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এবং অন্যান্য যেসব জায়গায় পানি জমতে পারে, তা পরিষ্কার রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশ নেন এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। কার্যক্রম পরিচালনা করেন ইউনিটের দলনেতা কাউসার আক্তার মোনা। উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সদস্য সিফাত, তাছিন, রিনি, ত্রয়ী, ইমরান, জান্নাত, ইফা, সাব্বির, ইমতিয়াজ, মৌ, রাফি, আসাদ, শেফায়াত, সৌমাশ্রী, ফাহিম।। এছাড়াও যুব সদস্য সাব্বির, তিথি, রিফাত, সোহান, মুনতাহা, কাশেম, মাহফুজ, তুরিন, মুনতাহিনা, তুলি, পূর্নীতা, সাবিলা, সাদিয়া, প্রণতি, ইরফান, অম্বিকা, সোমাশ্রী, শাহরিয়ার, আহনাফ, মাহবুব ও তায়েবা। প্রেস বিজ্ঞপ্তি।