নগরবাসীর গৃহকর প্রদান সহজতর করতে কর মেলা আয়োজন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দামপাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নীচ তলায় আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ মেলা হওয়ার কথা রয়েছে।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, আমি দায়িত্ব নেয়ার পূর্বে এসেসমেন্ট হয়, তখন তো অনেকের গৃহকর অনেক বেড়ে গিয়েছিল। অনেকে আপিল করে সেগুলো নিষ্পত্তি হয়নি। আমি চাচ্ছি, সেগুলো নিষ্পত্তি করে তাদের গৃহকর সহনীয় করে দিতে। মেলা আয়োজনের মূল উদ্দেশ্য এটাই। তিনি বলেন, মেলায় শতভাগ সারচার্জ ছাড়া হালনাগাদ হোল্ডিং কর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে, হোল্ডিংসমূহের অনিষ্পত্তি আপীলসমূহ নোটিশ প্রাপ্তি সাপেক্ষে সহনীয় পর্যায়ে হোল্ডিং কর চূড়ান্ত করা যাবে এবং হোল্ডিং কর ও ফি পরিশোধের পদ্ধতি ও পরিশোধের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের আয়োজন থাকবে।
এদিকে চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল–০১ ও রাজস্ব সার্কেল–০৫–এর আওতাধীন এলাকাবাসীর জন্য নির্ধারিত হয়েছে। করদাতারা ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং কর পরিশোধসহ বিভিন্ন সেবার সুবিধা পাবেন।
সার্কেল–০১ এর আওতাধীন ওয়ার্ডসমূহ হচ্ছে– ১নং দক্ষিণ পাহাড়তলী, ২নং জালালাবাদ, ৩নং পাঁচলাইশ, ৭নং পশ্চিম ষোলশহর, ৮নং শুলকবহর এবং রাজস্ব সার্কেল–০৫ এর আওতাধীন ওয়ার্ডসমূহ হল ১৪নং লালখান বাজার, ১৫নং বাগমনিরাম, ২১নং জামালখান, ২২নং এনায়েত বাজার, ২৩নং উত্তর পাঠানটুলী, ২৮নং পাঠানটুলী।