চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগে একটানা হেরেই চলেছে অফিস দল সিটি কর্পোরেশন একাদশ। গতকাল বৃহস্পতিবার তারা পরাস্ত হয় আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের কাছে। নওজোয়ান ৫৮ রানে সিটি কর্পোরেশনকে পরাজিত করে। এটা সিটি কর্পোরেশনের টানা ৭ম পরাজয়। আগ্রাবাদ নওজোয়ান ৭ খেলা শেষে ৩ খেলায় জয় পেয়েছে। তারা চারটি খেলায় পরাজিত হয়। ৭ খেলায় তাদের পয়েন্ট ৯। গতকাল টসে জিতে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে তারা ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে। দলের টপ অর্ডাররা রান পান। চার ব্যাটারের চার অর্ধশতকে দলীয় রান সংখ্যা আড়াইশোর উপরে যায়। আবদুল্লাহ ওমর ৫৯,মিনহাজ উদ্দিন ৫৪,মিনহাজ সাকিব ৫২ এবং ইফতেখার হোসেনের অপরাজিত ৭৪ রানের ইনিংস দলকে এ পথ দেখায়। অপর ওপেনার নাজিমউদ্দিন সাব্বির ২৪ রান করেন। সিটি কর্পোরেশন একাদশের হয়ে ১টি করে উইকেট নেন হাবিবুন নবী সোহেল,রনি চৌধুরী, সাজ্জাদ হোসেন,আশরাফুর হোসেন এবং আরিফ রেজা। জবাব দিতে নেমে সিটি কপোরেশন একাদশ ৪৫.৪ ওভার পর্যন্ত লড়াই করে। ২১৬ রানে থেমে যায় তাদের ইনিংস। শুরুতেই বিনা রানে উইকেট হারিয়ে ফেলে তারা। দ্বিতীয় উইকেট জুটিতে শরীফুল ইসলাম এবং আবু নেওয়াজ ৬২ রান যোগ করেন। শরীফুল ৩৩ বলে ৪০ রান করে আউট হয়ে যান। আবু নেওয়াজ এবং আরিফ রেজা তৃতীয় উইকেট জুটিতে ৪৫ রান জমা করেন। আরিফ ৩৭ রান করে আউট হন। তিনি ২৯ বল খেলেন। দলীয় ২০১ রানের মাথায় আবু নেওয়াজ নিজের ৮২ রানে আউট হন। তার আউট হওয়ার পর বাকিরা আর সুবিধা করতে পারেননি। অন্যদের মধ্যে হাবিবুন নবী সোহেল ১৫ এবং আবিরউজ্জামান ১৮ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান। আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের পক্ষে ৩টি করে উইকেট নেন ইকবাল হোসেন এবং ইফতেখার সাজ্জাদ। ২টি উইকেট পান মাজহারুল ইসলাম। ১টি করে উইকেট লাভ করেন শরীফুল ইসলাম এবং মিনহাজ সাকিব। আজ প্রিমিয়ার ক্রিকেট লিগের কোন খেলা নেই।