সিটি কর্পোরেশন আবাসিক এলাকা কল্যাণ সমিতির ৩৮ তম বার্ষিক সাধারণ সভা মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে স্থানীয় একটি রেস্টুরেন্টে সমপ্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত কমিটির (২০২৬–২৭) এর সভাপতি মো. আইয়ুব, সাধারণ সম্পাদক কাজী বেলাল, সহ–সভাপতি জহুরুল ইসলাম, সহ–সভাপতি দিলদার আহমেদ দিলুর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট কমিটি দায়িত্বভার গ্রহণ করেন। সমিতির উপদেষ্টা ডা. এম এ জাফর, কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভাপতি তাঁর বক্তব্যে দায়িত্ব পালনকালে কমিটির সকল সদস্যবৃন্দ এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।








