সিজেকেএসের ১৪ বিষয়ে তথ্য চায় দুদক

আ জ ম নাছির ও জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৬ মে, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় গিয়ে বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন। গত ১৫ মে তার স্বাক্ষরিত একটি চিঠি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এবং এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার বরাবর প্রেরণ করা হয়। যেখানে ১৪ টি বিষয়ে তথ্যাদি চেয়েছে দুদক। এবং চিঠি প্রাপ্তির ১০ কার্য দিবসের মধ্যে এইসব তথ্যাদি প্রেরণের জন্য অনুরোধ করা হয়। দুদকের ওই চিঠিতে যেসব তথ্যাদি চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের সত্যায়িত ফটোকপি।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নামে কোন ব্যাংকের কোন শাখায় মোট কয়টি ব্যাংক হিসাব আছে? হিসাব নম্বর উল্লেখসহ তার তালিকা। ২০১৯২০ অর্থ বছর থেকে ২০২৩২৪ অর্থ বছর পর্যন্ত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বাজেট/সম্পূরক বাজেটের তালিকা এবং আয় ও ব্যয় সংক্রান্ত হিসাবের বিবরণ। ২০২৪ সালে সহসভাপতি, যুগ্মসম্পাদক, কাউন্সিলরদের কক্ষ, খেলোয়াড়দের ড্রেসিং রুমসহ বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরের টাইলস সংস্কার/উন্নয়ন কাজ সম্পাদনে কত টাকা ব্যয় হয়েছে ও এতে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছিল কিনা? এছাড়া উল্লিখিত সংস্কার/উন্নয়ন কাজের টেন্ডার বিজ্ঞপ্তি (পত্রিকার কপিসহ); দাখিলকৃত দরপত্রসমূহ (নন রেসপনসিভসহ); দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যগণের নাম, পদবী, মোবাইল নম্বরসহ ঠিকানা এবং কমিটির দাখিলকৃত মূল্যায়ন প্রতিবেদন; নোটিফিকেশন অব এ্যাওয়ার্ড; ওয়ার্ক অর্ডার; চুক্তিপত্রসহ তদসংশ্লিষ্ট সকল রেকর্ডপত্রাদির সত্যায়িত কপি (কাজ ভিত্তিক রেকর্ডপত্রাদি আলাদা নথি আকারে পতাকা সংযুক্তিপূর্বক)। ২০২৪ সালে আউটার স্টেডিয়ামের মাটি ভরাট ও সীমানার গ্রিল স্থাপনের কাজের ক্ষেত্রে কত টাকা ব্যয় হয়েছে ও এতে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছিল কিনা? এছাড়া উল্লিখিত কাজের টেন্ডার বিজ্ঞপ্তি (পত্রিকার কপিসহ); দাখিলকৃত দরপত্রসমূহ (নন রেসপনসিভসহ); দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যগণের নাম, পদবী, মোবাইল নম্বরসহ ঠিকানা এবং কমিটির দাখিলকৃত মূল্যায়ন প্রতিবেদন; নোটিফিকেশন অব এ্যাওয়ার্ড; ওয়ার্ক অর্ডার; চুক্তিপত্রসহ তদসংশ্লিষ্ট সকল রেকর্ডপত্রাদির সত্যায়িত কপি (কাজ ভিত্তিক রেকর্ডপত্রাদি আলাদা নথি আকারে পতাকা সংযুক্তিপূর্বক)। টেনিস কোর্ট ও ডরমেটরি নির্মাণ কাজ সম্পাদনে কত টাকা ব্যয় হয়েছে ও এতে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছিল কিনা? এছাড়া উল্লিখিত সংস্কার/উন্নয়ন কাজের টেন্ডার বিজ্ঞপ্তি (পত্রিকার কপিসহ); দাখিলকৃত দরপত্রসমূহ (নন রেসপনসিভসহ); দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যগণের নাম, পদবী, মোবাইল নম্বরসহ ঠিকানা এবং কমিটির দাখিলকৃত মূল্যায়ন প্রতিবেদন; নোটিফিকেশন অব এ্যাওয়ার্ড; ওয়ার্ক অর্ডার; চুক্তিপত্রসহ তদসংশ্লিষ্ট সকল রেকর্ডপত্রাদির সত্যায়িত কপি (কাজ ভিত্তিক রেকর্ডপত্রাদি আলাদা নথি আকারে পতাকা সংযুক্তিপূর্বক)। সিজেকেএসের জিমনেশিয়ামটি পরিচালনার নিমিত্ত শৈবাল দাস সুমন, পরিচালক, স্টীচ টোন এপারেলস লিমিটেডের সাথে সম্পাদিত জিমনেশিয়ামের ভাড়া বাবদ শৈবাল দাস সুমনের কোনো বকেয়া রয়েছে কিনা? থাকলে তদসংশ্লিষ্ট তথ্যাদি/রেকর্ডপত্রাদির সত্যায়িত চুক্তিপত্রের সত্যায়িত কপি। এছাড়া চুক্তিপত্রের মেয়াদোত্তীর্ণ হবার পর শৈবাল দাস সুমন চুক্তি নবায়ন করেছিলেন কিনা তারও কপি। এছাড়া শৈবাল দাস সুমনের সাথে সিজেকেএসের অন্য কোনো চুক্তি আছে কিনা? থাকলে তদসংশ্লিষ্ট তথ্যাদি/রেকর্ডপত্রাদির সত্যায়িত কপি। সিজেকেএসের জিমনেশিয়াম সংলগ্ন লিটল লবস্টার রেস্টুরেন্টের মালিক পক্ষের সাথে সিজেকেএসের কোনো চুক্তি আছে কিনা? থাকলে তদসংশ্লিষ্ট তথ্যাদি/রেকর্ডপত্রাদির সত্যায়িত কপি। ২০২২২৩ সালের তৎকালীন প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমন উপলক্ষ্যে সিজেকেএসের মোট কত টাকা ব্যয় হয়েছিল? এতে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছিল কিনা ? তদসংশ্লিষ্ট তথ্যাদি/রেকর্ডপত্রাদির সত্যায়িত কপি। গত দুইবার অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনে সিজেকেএসের মোট কত টাকা ব্যয় হয়েছিল? এতে কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছিল কিনা? তদসংশ্লিষ্ট তথ্যাদি/রেকর্ডপত্রাদির সত্যায়িত কপি। ২০১৮ সালে স্টেডিয়াম শপিং কমপ্লেঙের ৪র্থ ও ৫ম তলার ২০৬টি দোকান বরাদ্দকরণের নিমিত্ত হুমায়ুন কবির মানিক গং এর সাথে সিজেকেএসের সম্পাদিত চুক্তিপত্রের সত্যায়িত কপি। এছাড়াও চুক্তিপত্রানুযায়ী ৪র্থ ও ৫ম তলার দোকান বরাদ্দকরণে অফেরতযোগ্য বরাদ্দমূল্য বাবদ হুমায়ুন কবির মানিক গং কর্তৃক ২১/০৪/২০২৫ খ্রি. পর্যন্ত পরিশোধিত ও অপরিশোধিত (বকেয়া) টাকার পরিমাণ কত? সিজেকেএসের আওতাধীন কোন দোকান কার্যনির্বাহী কমিটির কোনো সদস্য কর্তৃক বরাদ্দ প্রাপ্তিতে আইনি প্রতিবন্ধকতা আছে কি না? এছাড়া স্টেডিয়াম শপিং কমপ্লেঙের নীচ তলায় ৩ টি দোকান সিজেকেএসের নির্বাহী সদস্য দিদারুল আলম কর্তৃক বরাদ্দ প্রাপ্তির চুক্তিপত্রের সত্যায়িত কপি। এছাড়াও ২১ মে ২০২৫ইং পর্যন্ত অফেরতযোগ্য বরাদ্দমূল্য বাবদ তার পরিশোধিত ও অপরিশোধিত (বকেয়া) টাকার পরিমাণ উল্লেখসহ তদসংশ্লিষ্ট সকল রেকর্ডপত্রাদি। সিজেকেএসের প্রশিক্ষণ মাঠটি গত ৫ বছরে কাদের ভাড়া দেয়া হয়েছে এবং এতে কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রয়োজন কিনা? প্রয়োজন থাকলে অনুমোদন নেয়া হয়েছিল কিনা? এছাড়াও গত ৫ বছরে প্রশিক্ষণ মাঠ ভাড়া বাবদ মোট কত টাকা আয় হয়েছে তার হিসাব জমা দিতে বলা হয়েছে।

এদিকে দুদকের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর কি ব্যবস্থা নিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হলে সিজেকেএস এডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী জানান, চিঠিতে আমাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমি চিঠিটা যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিয়েছি। এখন যেহেতু আমাদের সভাপতি ডিসি সাহেব তিনি যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে কাজ হবে। দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মুসাব্বির আহমেদ দৈনিক আজাদীকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা জেলা ক্রীড়া সংস্থায় গিয়েছিলাম। আমরা তাদের কাছে কিছু তথ্য চেয়েছি। যেহেতু বিষয়টি এখনো তদন্তাধীন তাই কিছু বলতে চাই না। তবে একাধিক সূত্র জানিয়েছে দুদকের অনুসন্ধানকারী এই কর্মকর্তা স্টেডিয়াম শপিং কমপ্লেঙসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে : তারেক
পরবর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা বললেন নেতারা