সিজেকেএস ১ম ও ২য় বিভাগ হ্যান্ডবল লিগের ফলাফল

| মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

সিজেকেএস ভিশন শিপিং ১ম বিভাগ হ্যান্ডবল লিগে গতকাল সোমবার ৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় নিমতলা লায়ন্স ক্লাব ০৭০১ গোলে কোয়ালিটি এস.সি (ব্লুজ)কে, ..ক ক্রীড়া সমিতি ১০০৭ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীকে, বি সি আই সি ক্রীড়া সংসদ ১০০০ গোলে চন্দনপুরা একাদশকে, বার্ডস স্পোর্টিং ক্লাব ৩০০২ গোলে নবীন মেলাকে, কোয়ালিটি স্পোর্টস্‌ ক্লাব ০৫০৪ গোলে এম.এইচ স্পোর্টিং ক্লাবকে, ইয়ং স্টার ব্লুজ ০৯০২ গোলে বাংলাদেশ রেলওয়ে এস.একে পরাজিত করে।

অন্যদিকে ২য় বিভাগ হ্যান্ডবল লিগে গতকাল ৪টি খেলা অনুষ্ঠিত হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত এসব খেলায় সি এফ সি ১২০১ গোলে পাঁচলাইশ যুব সংঘকে, কল্লোল সংঘ গ্রিন ১০০১ গোলে বাংলাদেশ রেলওয়ে র‌্যাঞ্জার্সকে, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ২২১৮ গোলে আবেদীন ক্লাবকে এবং নোয়াপাড়া লায়ন্স ক্লাব ০২০০ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ গ্রিনকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধ১০ দিনে ১০ মিলিয়ন ফারহান-তিশায় মুগ্ধ দর্শক
পরবর্তী নিবন্ধতবুও নাঈমকে নিয়ে আশাবাদী নির্বাচক রাজ্জাক