সিজেকেএস অনুপ বিশ্বাস সেপাক টাকরো লিগে পুরুষ বিভাগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে মুক্ত বিহঙ্গ। রানার্স আপ হয় উল্লাস ক্লাব। এছাড়া ৩য় ও ৪র্থ স্থান পেয়েছে যথাক্রমে হালিশহর লাকী ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেড। লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন উল্লাস ক্লাবের রাকিবুল ইসলাম পলাশ, সেরা উদীয়মান খেলোয়াড় চট্টগ্রাম আবাহনী লিমিটেডের শাহরুক। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রানার্স আপ হয়েছে সাউথ অ্যান্ড ক্লাব এবং ৩য় স্থান লাভ করে চট্টগ্রাম রাইফেল ক্লাব। সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের মালিনি চাকমা। খেলা শেষে গত ১ এপ্রিল রাতে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী অনুপ বিশ্বাস। সিজেকেএস সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান এ বি এম খালেদুজ্জামান দাদুলের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, রেখা আলম চৌধুরী, সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ চৌধুরী, মো. লুৎফুল করিম সোহেল, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, জাহেদ হোসেন, শওকত হোসেন, হাসান মুরাদ, জাফর ইকবাল, এস.এম. ইকবাল মোরশেদ, সেপাক টাকরো কমিটির যুগ্ম সম্পাদক এস এম গিয়াস উদ্দীন বাবর, সদস্য মাসুদুল ইসলাম, আল মামুনুল করিম, মো. হুমায়ুন উদ্দীন চৌধুরী প্রমুখ।