চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় অনুপ বিশ্বাস-সিজেকেএস সেপাক টাকরো (পুরুষ-মহিলা) লিগ আজ ৩১ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। দু’দিনব্যাপী এ লিগ আগামীকাল ১ এপ্রিল সম্পন্ন হবে। লিগ শুরু উপলক্ষে গতকাল বুধবার সিজেকেএস কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে জানানো হয় এবারের লিগে পুরুষদের ১০টি দল এবং মহিলাদের ৪টি দল অংশগ্রহণ করছে। পুরুষদের দলগুলো হলো: উল্লাস ক্লাব, বাকলিয়া একাদশ জুনিয়র, পিডিবি রিক্রিয়েশন ক্লাব গ্রীন, শতাব্দী গোষ্ঠী, অছি ক্লাব, হালিশহর লাকী ক্লাব, মুক্তবিহঙ্গ, বার্ডস স্পোর্টিং ক্লাব, ইয়ং ষ্টার ব্লুজ, চট্টগ্রাম আবাহনী লিমিটেড। মহিলা দলগুলো হলো: সাউথ অ্যান্ড ক্লাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম, চট্টগ্রাম রাইফেল ক্লাব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। লিগ পরিচালনার জন্য ১,০০,০০০ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এ বাজেটের সমুদয় অর্থ স্পন্সর প্রতিষ্ঠান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স প্রদান করবে। সিজেকেএস জিমন্যাশিয়ামে আজ সকাল ৯টায় সেপাক টাকরো লিগের উদ্বোধন করবেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর স্বত্ত্বাধিকারী অনুপ বিশ্বাস। এ বি এম খালেদুজ্জামান দাদুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, স্পন্সর অনুপ বিশ্বাস, সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর সিজেকেএস সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান মো. লুৎফুল করিম সোহেল, সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ মনির, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, এস.এম ইকবাল মোর্শেদ প্রমুখ।